Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে চীন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের


২২ এপ্রিল ২০২০ ১৩:৩৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৫:১৯

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের জন্য চীন সরকারকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ওই মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী সংঘটিত ব্যাপক প্রাণহানি, ভোগান্তি এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য চীনের সরকারি কর্তৃপক্ষ দায়ি। তাই ক্ষয়ক্ষতির শিকার মিসৌরির জনগণের পক্ষ থেকে এই মামলা করা হলো।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রিপাবলিকান দলের নেতা ও মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক স্কমিট জানিয়েছেন, চীন সরকার তথ্য গোপন করে মিথ্যাচার করেছে বলে এই ভাইরাস এমন ভয়াবহ রূপ ধারণ করেছে। এমনকি ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীনের পক্ষ থেকে দ্রুত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। তাই, চীনের সরকারি কর্তৃপক্ষকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক চিমনে কেইটনার গ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, এই মামলায় কোনো সুরাহার সম্ভাবনা খুব কম। কারণ, যুক্তরাষ্ট্রের আইনে অন্য কোনো দেশকে অভিযুক্ত করে মামলার সু্যোগ সীমিত।

অন্যদিকে মিসৌরি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক দলের নির্বাহী পরিচালক লরেন জেপফোর্ড বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এই মামলা রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলের একটি কারসাজি মাত্র।

এর আগে, ভারত ও নেপালেও নভেল করোনাভাইরাস সংক্রমণে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন আট লাখ ১৯ হাজার ১৭৫ জন, মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৪৩ জনের এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৮২ হাজার ৯৭৩ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন –

করোনাভাইরাস: ভারতে শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের

কোভিড-১৯ চীন নভেল করোনাভাইরাস মামলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর