Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়োসেফটি স্বল্পতায় করোনা পরীক্ষা করতে পারছে না শেকৃবি


২২ এপ্রিল ২০২০ ১১:১৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৬:১৯

ঢাকা: পরীক্ষাগারের পর্যাপ্ত বায়োসেফটি না থাকায় নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা শুরু করতে পারছে না শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ও পরিচালনায় দক্ষ পরীক্ষক থাকার পরও তা বাস্তবায়ন সম্ভব হয়ে উঠছে না। করোনার নমুনা পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাদের সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, উদ্ভিদ রোগবিদ্যা বিভাগ, জীবপ্রযুক্তি বিভাগ ও অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধীনে ৬টি পিসিআর মেশিন রয়েছে, যেগুলো করোনার নমুনা পরীক্ষায় ব্যবহার করা যাবে। মেশিনগুলো পরিচালনায় বিভাগগুলোর বেশ কয়েকজন শিক্ষক আগ্রহ প্রকাশ করেছেন। এই শিক্ষকরা মলিকুলার বায়োলজিতে পিএইচডি করা। কিন্তু পরীক্ষাগারগুলোর কোনোটিতেই নেই পর্যাপ্ত বায়োসেফটি, যা করোনা পরীক্ষার ক্ষেত্রে নিরাপত্তার প্রধান অন্তরায়।

বিজ্ঞাপন

নভেল করানোভাইরাস অতিক্ষুদ্র। তাই এক্ষেত্রে পরীক্ষাগারের বায়োসেফটি কয়েকস্তরে থাকতে হয়। এ বিষয়ে ভাইরাস নিয়ে গবেষণা করা বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. বেলাল হোসাইন লেশ বলেন, ‘এখানে উদ্ভিদের ভাইরাস নিয়ে কাজ করা হয়। ফলে ল্যাবে এমন পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তায় কিছুটা ঘাটতি রয়েছে।’

উল্লেখ্য, ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। তাই দেশের বিভিন্নি বিশ্ববিদ্যালয় সক্ষমতা সাপেক্ষে নমুনা শনাক্তে এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই শেকৃবিও এর অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

করোনা টপ নিউজ পরীক্ষা বায়োসেফটি শেকৃবি স্বল্পতা