Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের জন্য রেশনিংয়ের চিন্তা করা হবে: তথ্যমন্ত্রী


২২ এপ্রিল ২০২০ ০৯:৩২

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটে পড়া সাংবাদিকদের সহায়তা চেয়ে একটি তালিকা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা তথ্যমন্ত্রীর হাতে তালিকাটি তুলে দেন। বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু এ তালিকা হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএফইউজে ও ডিইউজে’র পক্ষ থেকে সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয়েছে। তাদেরকে কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি। সেইসঙ্গে কীভাবে তাদের আর্থিক সহায়তা করা যায়, সেটিও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু সাংবাদিকরা করোনা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন, সংবাদ পরিবেশন করছেন সেহেতু আমরা শিগগিরই তাদের জন্য ইতিবাচক কিছু করতে সক্ষম হব বলে আশা করছি।’ জাতীয় প্রেসক্লাবে ইতোমধ্যেই একটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে বলে জানান ড. হাছান।

একই সময় বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র সভাপতি মো. আলমগীর হোসেন খানও মন্ত্রীর কাছে নিজ নিজ সংগঠনের সদস্যদের তালিকা হস্তান্তর করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবিলায় দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার নানাভাবে সহায়তার আওতায় এনেছে। অন্যদিকে ক’দিন আগে আমরা বিএনপিকে তিতুমীর কলেজে ছাত্রদলের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেখেছি। আর মীর্জা ফখরুল সাহেব বলছেন, তারা সারাদেশে ত্রাণ বিতরণ করছেন, কিন্তু জনগণ তা দেখতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে, তারা কাকে ত্রাণ বিতরণ করছেন!’

বিজ্ঞাপন

‘সরকার ৫০ লাখ পরিবারকে বছরে ৭ মাস মাস ৩০ কেজি করে চাল ১০ টাকা দরে দিচ্ছে, আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, যার আওতায় আসবে ১ কোটি পরিবারের প্রায় ৫ কোটি মানুষ। এছাড়া আরও এক কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার’- বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

করোনা ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী রেশনিং সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর