Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারের এক পরিবারেই করোনায় আক্রান্ত ১৭ জন


২২ এপ্রিল ২০২০ ০০:৪৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৩:০৩

ঢাকা: পুরান ঢাকার চকবাজারের এক পরিবারের ১৭ জন সদস্য নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে এই পরিবারের কেউ এখনো কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায়নি। ওই পরিবারটি যে ভবনে থাকে, সেই বাসা ও তার আশপাশের ভবন লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মওদুত হাওলাদার বলেন, যৌথ পরিবারটির দুই সদস্য এর আগেই কোভিড-১৯ পজিটিভ, অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর ওই পরিবারেরই আরও ১৫ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

ওসি জানান, ওই যৌথ পরিবারের বাসভবনসহ আশপাশের কয়েকটি ভবন লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে। ঢাকা শহরের মধ্যে আবার পুরান ঢাকা এলাকাতেই এই ভাইরাসের সংক্রমণের পরিমাণ বেশি।

একই পরিবারের ১৭ জন একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত চকবাজার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর