চট্টগ্রামে ১০ মাসের শিশু করোনায় আক্রান্ত
২১ এপ্রিল ২০২০ ২৩:২০ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ২৩:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ১০ মাসের এক শিশু নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের শিকার হয়েছে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানে আরও তিন জন আক্রান্ত পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এই চার জনের সংক্রমণ পাওয়া গেছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চার জন ছাড়া আর কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
করোনা: লাইভ আপডেট
পরীক্ষায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের এক শিশুর করোনা শনাক্ত হয়েছে। তবে ১০ মাস বয়সী শিশুটি ছেলে নাকি মেয়ে, সেটা জানাতে পারেননি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার কবির এবং চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া।
শাহরিয়ার কবির জানান, বান্দরবানের লামা উপজেলায় ৩২ বছরের এক নারী এবং থানচি উপজেলায় ৩৫ বছর বয়সী দুই পুরুষ আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডিতে ১ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ৭৫ জন। মারা গেছেন পাঁচ জন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার বাসিন্দা ৪০ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় ২৬ জন, নোয়াখালীতে চার জন, বান্দরবানে তিন জন এবং ফেনীতে দু’জন কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে।
করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ বিআইটিআইডি শিশু করোনাভাইরাসে আক্রান্ত