Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা প্রতিরাধে ওআইসি’র বৈঠক বুধবার


২১ এপ্রিল ২০২০ ১৮:৫৭

ঢাকা: নভেল করোনাভাইরাস প্রতিরোধে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নির্বাহী কমিটি বুধবার (২২ এপ্রিল) এক বিশেষ বৈঠকে বসবে। চলমান এই দুর্যোগ মোকাবিলায় সংস্থাটির সদস্যরা নিজেদের মধ্যে কীভাবে সহযোগিতা বিনিময় করতে পারেন, তা চিহ্নিত করে বাস্তবায়ন করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওআইসির নির্বাহী কমিটির একটি বিশেষ বৈঠক বুধবার অনুষ্ঠিত হবে। বৈঠকটি হবে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই কঠিন সময়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর স্বাস্থ্য নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আর্থিক স্থিতীশীলতা বৈঠকে গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়, ওআইসি’র নির্বাহী কমিটিতে ছয়টি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার রয়েছে। আসন্ন বৈঠকটি সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

ওআইসি’র বৈঠক করোনা প্রতিরোধ বুধবার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর