অনুমতি ছাড়া করোনা টেস্টিং কিট বেচাকেনা, ৩ জনের কারাদণ্ড
২১ এপ্রিল ২০২০ ১৮:৩৮
ঢাকা: ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট বেচাকেনার অপরাধে রাজধানীর রাজারবাগ এলাকার শহীদবাগে তিনজনকে এক বছর নয় মাস করে কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যামাণ আদালত। সেইসঙ্গে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সের ২ নম্বর গেটের বিপরীতে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করা হয়। এ সময় সেখান থেকে আনুমানিক ৩০০টি করোনা টেস্টিং কিট জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী র্যাব-৩ এর নির্বাহী ম্যাজেস্ট্রট পলাশ কুমার বসু বলেন, ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট বেচাকেনার দায়ে ওষুধ আইন অনুযায়ী প্রত্যেককে ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
পাশাপাশি তাদের দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।