Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের ‘একক’ সিদ্ধান্ত জনগণের পক্ষে গেলে ঠিক আছে: ফখরুল


২১ এপ্রিল ২০২০ ১৭:৩৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৯:২২

ফাইল ছবি

ঢাকা: ‘করোনা দুর্যোগে এককভাবে নেওয়া সরকারের সিদ্ধান্তগুলো জনগণের পক্ষে গেলে ঠিক আছে’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনায় বৈশ্বিক মহামারি নিয়ে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

করোনা মহাদুর্যোগ শুরুর পর দলের পক্ষে দুই দফায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্য ও টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিলেন মির্জা ফকরুল। সেই প্রস্তাবগুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকটা তাচ্ছিল্লের সঙ্গে প্রত্যাখান করেছেন— এমনটিই অভিযোগ বিএনপির মহাসচিবের।

প্রসঙ্গটি টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনা সংকট মোকাবিলায় আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি, জাতীয় টাস্কফোর্স গঠনের কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা তো হচ্ছে না। সরকার এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্তটা যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে থাকবে, ততোক্ষণ পর্যন্ত ঠিক আছে।’

লকডাউন কতদিন রাখা উচিত?—এমন প্রশ্নের জাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেন, ‘এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। কারণ, লকডাউন কেন করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। লকডাউন করা হয়েছে এই জন্যই যে, করোনায় অন্য কোনো ট্রিটমেন্ট নেই। এখন পর্যন্ত এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এটা অত্যন্ত ভয়াবহ রকমের ছোঁয়াচে রোগ। যেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে।’

‘এ অবস্থায় ফিজিক্যাল ডিসটেন্স নিশ্চিত করতে পারলে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। সে কারণেই গোটা পৃথিবী লকডাউন অবস্থায় আছে। এখন কখন এটা তোলা যেতে পারে, সেটা বলবেন বিশেষজ্ঞ যারা আছেন তারা। অন্যদিকে ইকোনোমির অবস্থাও খেয়াল রাখতে হবে। সব মিলিয়েই সিদ্ধান্তটা নিতে হবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনার ভয়বহতা বাংলাদেশে কেবল শুরু হচ্ছে। বিষয়টি মাথায় রেখেই কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। সবার আগে মানুষের জীবন। সেটাকে রক্ষা করবার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।’

টপ নিউজ ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর