এবার ৬০ দিনের গণ্ডি ভাঙতে পারে এসএসসির ফল
২১ এপ্রিল ২০২০ ১৩:২৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৪:৪৬
ঢাকা: গেল ১০ বছর ধরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার ফল প্রকাশে দুই মাসের এই গণ্ডি ভাঙতে পারে।
মার্চের প্রথম সপ্তাহে শেষ হওয়া এসএসসি পরীক্ষার ফল ১০ মে প্রকাশের সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল। এখনও অবশ্য ওই তারিখেই ফল প্রকাশের চেষ্টা করছে শিক্ষা বোর্ডগুলো।
তবে লকডাউনের কারণে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ থাকায় ফল প্রকাশে এবার আরও কিছুদিন দেরি হতে পারে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্র থেকে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রায় তৈরি করাই আছে। তবে মাদরাসা শিক্ষা বোর্ড ফল তৈরিতে কিছুটা পিছিয়ে আছে। এছাড়াও অনেক শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের ওএমআর শিটের নম্বর বোর্ডে পৌঁছাতে পারেননি।
মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, তাদের ফল প্রস্তুতের বিশ শতাংশ কাজ এখনও বাকি। এটি সম্পন্ন করতে আরও পনেরো থেকে বিশদিনের মতো সময় লাগতে পারে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘আমরা মে মাসের প্রথম সপ্তাহে বা ১০ তারিখের মধ্যেই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করছি। এটাই আপাতত লক্ষ্য। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এটি করতে সহজ হবে। তবে আপাতত কাজটি কিছুটা কঠিন।’
এদিকে ফল প্রকাশে মঙ্গলবার (২১ এপ্রিল) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডসহ কারিগরি এবং মাদরাসা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এই মিটিংয়ে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষায় এবার সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের প্রথম সপ্তাহে।