Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আক্রান্ত বেশি রাজারবাগে, করোনা বেড়েছে অন্য এলাকাতেও


২১ এপ্রিল ২০২০ ১২:২৭

ঢাকা: দেশে এখন পর্যন্ত মোট দুই হাজার ৯৪৮ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশের কোভিড-১৯ পজিটিভের মধ্যে ঢাকা শহরেই আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭৪ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। যার মধ্যে সর্বোচ্চ ১৫ জন রাজারবাগ এলাকায়। এছাড়া মোহাম্মদপুর এলাকায় সর্বোচ্চ ৩৮ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে দেওয়া সবশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ তারিখ সকাল ৮টা থেকে ২০ তারিখ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে রাজধানীর রাজারবাগে ১৫ জন, মিরপুর ১৪ এলাকায় ১৩ জন আক্রান্ত হয়েছেন।

এই ২৪ ঘণ্টা সময়ে পুরা ঢাকার শাখারি বাজার এলাকায় পাঁচ জন, তেজগাঁও এলাকায় চারজন, জুরাইনে চারজন, বংশালে চারজন, চকবাজারে চারজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। পাশাপাশি যাত্রাবাড়ি এলাকায় তিনজন, নারিন্দায় তিনজন, টিকাটুলিতে দুইজন, মুগদায় দুইজন, মোহাম্মদপুরে দুইজন, মহাখালীতে দুইজন, পল্লবীতে দুইজন, মগবাজারে দুইজন, গুলশানে দুইজন, গেন্ডারিয়ায় দুইজন ও ধানমন্ডিতে দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

এছাড়াও রাজধানীর আমিনবাজার, আমলাপাড়া, আজিমপুর, বনশ্রী, বাসাবো, ফার্মগেট, গনকটুলি, হাজারীবাগ, কমলাপুর, কারওয়ান বাজার, মিরপুর-১০, মিরপুর-১২, নবাবগঞ্জ, রামপুরা, রায়েরবাজার, সেগুনবাগিচা, শাহবাগ, তাতিবাজার, তুরাগ ও ওয়ারি এলাকায় একজন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ২৪ ঘণ্টায়।

এখন পর্যন্ত একহাজার ১৭৪ জন ঢাকা শহরে করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরে সবচেয়ে বেশি ৩৮ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। যাত্রাবাড়ি এলাকায় ৩৩ জন, লালবাগ ৩১ জন, বংশাল ৩১ জন, ওয়ারি ৩০জন, মিটফোর্ড এলাকায় ২৮ জন, রাজারবাগে ২৮ জন, ধানমন্ডিতে ২৩ জন, তেজগাওয়ে ২৩ জন, উত্তরায় ২৩ জন, গেন্ডারিয়ায় ২১ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

এছাড়াও আজিমপুরে ১৫ জন, বাবুবাজারে ১১ জন, বাসাবো ১৯ জন, চকবাজার ১৯ জন, গ্রীন রোড ১০ জন, গুলশানে ১৬ জন, মিরপুর ১ এলাকায় ১১ জন, মিরপুর ১১ এলাকায় ১৩ জন, মিরপুর ১২ এলাকায় ১২ জন, মিরপুর ১৪ এলাকায় ২১ জন, মগবাজারে ১৪ জন, মহাখালীতে ১৬ জন, শাহবাগে ১১ জন, শাখারি বাজারে ১৮ জন, হাজারীবাগ ১৮ জন, শান্তিনগরে দশ জন, সুত্রাপুর ১২ জন ও টোলারবাগে ১৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

রাজধানীর যেসব এলাকায় কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে
আদাবরে পাঁচজন, আগারগাঁও এলাকায় পাঁচজন, আমিনবাজারে একজন, আমলাপাড়াইয় একজন, আরমানিটোলায় একজন, আশকোনায় একজন, বাড্ডা এলাকায় নয় জন, বেইলি রোড এলাকায় তিনজন, বনশ্রী একজন, বনানী চার জন, বাংলা মোটর একজন, বানিয়ানগরে একজন, বসুন্ধরা ছয় জন, বেগুনবাড়ি এলাকায় একজন, বেগমবাজার একজন, বেরাইদে একজন, বকশিবাজারে একজন, বসিলায় একজন বুয়েট আবাসিক এলাকায় একজন, ক্যান্টনমেন্ট এলাকা দুইজন, সেন্ট্রাল রোড একজন, চানখারপুলে ৮ জন ঢাকেশ্বরি এলাকায় একজন, ডেমরা পাঁচজন, ধোলাইখাল দুইজন, দয়াগঞ্জ দুইজন, এলিফ্যান্ট রোড একজন, ইস্কাটন আট জন, ফরিদাবাদ একজন, ফার্মগেট দুইজন, গোলারটেক একজন, গোপীবাগ ৬ জন, গুলিস্তনে চারজন, হাতিরঝিল একজন, হাতিরপুল তিনজন, ইসলামপুর দুইজন, জেলগেট দুইজন, জিগাতলা পাঁচজন, জুরাইন আট জন, কল্যাণপুর দুইজন, কলাবাগান চারজন, কাঠালবাগান একজন, কমলাপুর একজন, কামরাঙ্গীরচর আট জন, কাজীপাড়া তিনজন, কাওরান বাজারে তিনজন, কচুক্ষেত একজন।

খিলগাঁওয়ে দুইজন, খিলখেত একজন, কল্টাবাজার একজন, কদমতলী দুইজন, কোতোয়ালি চারজন, কুড়িল একজন, লক্ষীবাজার পাঁচজন, মালিটোলা একজন, মালিবাগ চারজন, মানিকনগর দুইজন, মানিকদি একজন, মাতুয়াইল তিনজন, মীর হাজারীবাগ দুইজন, মিরপুর ৬ এলাকায় তিনজন, মিরপুর১০ এলাকায় জন আটজন, মিরপুর ১৩ এলাকায় দুইজন, মোহনপুরে একজন, মতিঝিলে একজন, মুগদা ছয় জন, নওয়াবপুর একজন, নবাবগঞ্জ তিনজন, নারিন্দা আট জন, নাখালপাড়া ছয়জন, নয়াবাজার সাতজন, নিমতলী চারজন, নিকুঞ্জ একজন, পল্লবী দুইজন, পীরেরবাগ দুইজন, পুরানা পল্টন দুইজন, রামপুরা পাঁচ জন, রমনা পাঁচজন, রায়েরবাগ একজন, রাজাবাজার একজন, রায়েরবাজার দুইজন, সবুজবাগ তিনজন, সদরঘাট দুই জন, শাজাহানপুর তিন জন, সায়দাবাদ একজন, সেগুনবাগিচা একজন, সাইন্সল্যাব এলাকায় একজন, শাহআলীবাগে দুই জন, শান্তিবাগ একজন, শ্যামপুর একজন, শ্যামলী সাতজন, শেওড়াপাড়া চারজন, শেখেরটেক একজন, সোয়ারি ঘাট তিনজন, সিদ্ধেশ্বরী এলাকায় চারজন, শনির আখড়া দুইজন, তাতিবাজার দুইজন, টিকাটুলি দুইজন, তুরাগ একজন, তেজতুরী বাজার একজন, উর্দু রোড একজন ও ভাটারায় একজন।

করোনা আক্রান্ত টপ নিউজ রাজারবাগ সংক্রমণ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর