Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কর্মচারী করোনা আক্রান্ত, সিভিল সার্জন কার্যালয় লকডাউন


২১ এপ্রিল ২০২০ ১০:৫০ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১০:৫১

শেরপুর: শেরপুরে নতুন করে আরও সাত করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জনই সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী। এ ঘটনায় শেরপুরের সিভিল সার্জন কার্যালয় লকডাউন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট ২৪ জন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, নতুন শনাক্ত হওয়া সাত জনের মধ্যে ৩ জনই সিভিল সার্জন কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারী, দুই জন ঝিনাইগাতী থানার স্টাফসহ একজন বৃদ্ধা, একজন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তাদেরকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের চারজন কর্মচারী করোনা শনাক্ত হওয়ায় সিভিল সার্জন কার্যালয় লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।

করোনা রোগী লকডাউন শেরপুর সিভিল সার্জন সিভিল সার্জন কার্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর