Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসমাগম এড়াতে মধ্যরাতে তথ্য প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ


২১ এপ্রিল ২০২০ ০৯:৫৫

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে অবরুদ্ধ পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। জনসমাগম এড়াতে ২০ এপ্রিল রাতে সরিষাবাড়ি, জামালপুর এলাকায় এই ত্রাণ পৌঁছে দেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

সেখানে বলা হয়, জামালপুরের সরিষাবাড়ীতে দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতা, মালি, ঢুলি, মুচিসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুঃশ্চিন্তায় দিন কাটছে তাদের। তাই লোকসমাগম এড়িয়ে, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান এবং ৫নং ইউপি চেয়ারম্যান ।

এসময় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুচিপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ত্রাণ বিতরণ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর