Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ট্রেনিং সেন্টারের সাবেক অধ্যক্ষের মৃত্যুবার্ষিকী আজ


২১ এপ্রিল ২০২০ ০৯:৩৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০৯:৪০

ঢাকা: আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এ কে এম ফজলুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশ সরকারের ডাক বিভাগের পোস্টাল ট্রেনিং সেন্টারের সাবেক অধ্যক্ষ ছিলেন। ২০১৯ সালের এই দিনে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ঢাকার রামপুরার নিজ বাড়িতে ৮০ বছর বয়সে মারা যান।

আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত ও দেশের মহামারি করোনাভাইরাসের দুর্যোগ কাটাতে তার পরিবার রামপুরার বাসভবনে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন। তারা তার ও বিশ্বের শান্তি কামনায় সবার দোয়া প্রার্থনা করেছেন।

এছাড়া মহামারি কাটলে পবিত্র রমজানে তার প্রতিষ্ঠিত পিরোজপুরের মঠবাড়িয়া থানার সেনের-টিকিকাটা ইউনিয়নের সেনের-টিকিকাটা গ্রামের কালাই মৃধা কওমি মাদরাসা ও এতিমখানায় গরীব এবং অসহায় ছাত্রদের খাবার দেওয়া ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ কে এম ফজলুল হক তার গ্রামের এলাকায় বহু সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ত ছিলেন।

পোস্টাল ট্রেনিং সেন্টার মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর