আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল, করোনা নেগেটিভ
২১ এপ্রিল ২০২০ ০০:২০ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০০:২৭
ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। তার শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আছে কি না, তা জানতে নমুনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ এসেছে।
শাহ আহমদ শফীর মেজ ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী সোমবার (২০ এপ্রিল) সারাবাংলাকে এসব তথ্য জানান।
মাওলানা আনাস মাদানী বলেন, ফুসফুসের সংক্রমণজনিত রোগের কারণে তাকে (আহমদ শফী) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখনো আইসিইউতে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আল্লামা শাহ আহমেদ শফী শ্বসনতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল।
১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
আহমদ শফী করোনা নেগেটিভ দারুল উলুম মুঈনুল ইসলাম মাওলানা আহমদ শফী হাটহাজারী মাদরাসা হেফাজতে ইসলাম