Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিপুর বিদ্যালয়ের উদ্যোগে পুলিশের জন্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ


২০ এপ্রিল ২০২০ ২৩:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ ২৩:৫৯

ঢাকা: মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে পুলিশের মিরপুর জোনের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসব সুরক্ষা সরঞ্জাম পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে দুইশ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও পাঁচশ জোড়া হ্যান্ড  গ্লাভস। সোমবার (২০ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের মোহনা টেলিভিশন কার্যালয়ে ডিএমপি’র মিরপুর জোনের উপকমিশনার মোস্তাক আহমেদের কাছে এসব সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন শিল্প প্রতিমন্ত্রী। রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। সরঞ্জামগুলোর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার গুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, বিদ্যমান করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সঠিকভাবে দায়িত্ব পালন ও জনগণের নিকট সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, করোনা প্রাদুর্ভাবের এই সময়ে সাড়ে তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে সেগুলো স্থানীয় জনগণের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

পল্লবীর এডিসি মিজানুর রহমান, এসি ফিরোজ কাওসারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা সুরক্ষা সরঞ্জাম হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।

গ্লাভস পুলিশের জন্য সুরক্ষা সরঞ্জাম মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সুরক্ষা সরঞ্জাম সুরক্ষা সরঞ্জাম বিতরণ হ্যান্ড স্যানিটাইজার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর