চট্টগ্রামে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগী মেলেনি
২০ এপ্রিল ২০২০ ২৩:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে ফেনী জেলায় করোনা সংক্রমণের শিকার হয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত একজন পাওয়া গেছে।
সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ নমুনা পরীক্ষায় একজনের সংক্রমণ পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে ১২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে একজন ছাড়া সবাই করোনা নেগেটিভ।
ফেনীতে এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তার বয়স ৩৫ বছর।
এ নিয়ে সোমবার পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডিতে ১ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষা হলো। এদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ৭১ জন, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার বাসিন্দা ৩৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় ২৬ জন, নোয়াখালীতে চার জন এবং ফেনীতে দু’জন করোনায় আক্রান্ত পাওয়া গেছে। তারা বিআইটিআইডিতে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে চট্টগ্রামে দুই কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী জানান, যে দু’জন সু্স্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদের একজন নগরীর ফিরিঙ্গি বাজারের শিববাড়ি লেইনের ৫৫ বছর বয়সী কাঠ ব্যবসায়ী, আরেকজন আকবর শাহ থানার গোলপাহাড় এলাকার আবদুল আলী হাটের ৩৫ বছর বয়সী সবজি বিক্রেতা।
আক্রান্ত নেই করোনাভাইরাস কোভিড-১৯ কোভিড-১৯ রোগী চট্টগ্রাম টপ নিউজ নতুন আক্রান্ত নেই বিআইটিআইডি