Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্যকর্মীদের হয়রানি করলে বাড়ির বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন’


২০ এপ্রিল ২০২০ ২৩:১০

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চিকিৎসক, নার্সসহ যারা জরুরি সেবা দিচ্ছেন, বাড়িওয়ালারা তাদের হয়রানি করলে কিংবা বাড়ি ছাড়তে বললে, সেসব বাড়ির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ বিষয়ে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মঙ্গলবার এক বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংক্রান্ত এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎমক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্টরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। অন্যদিকে সরকারি নির্দেশনায় করোনা আক্রান্ত মানুষ হোম কোয়ারেনটাইনে আছেন, যাতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়াতে না পারে। শোনা যাচ্ছে, কিছু বাড়িওয়ালা এসব নিবেদিত প্রাণ চিকিৎসা সেবাদানকারী ব্যক্তিদের এবং হোম কোয়ারেনটাইনে থাকা করোনাভাইরাস আক্রান্তদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন, যা দুঃখজনক। এসময় সবাই সবার পাশে থাকা নৈতিক দায়িত্ব।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরি সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী ও করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিকে কোনো বাড়িওয়ালার হয়রানি করার তথ্য পাওয়া গেলে ওইসব বাড়ির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো যাবে। এ ধরনের অভিযোগ পাওয়ার পর যাচাই করে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেওয়া হবে।

একইভাবে গ্যাস বিতরণ কোম্পানিতে উক্ত ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রন কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো যাবে। অভিযোগ যাচাই করে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় যারা ফ্রন্ট লাইনে এসে কাজ করছেন, সেই চিকিৎসক-নার্সদের কোনো রকম হয়রানি না করতে প্রধানমন্ত্রীরও নির্দেশ রয়েছে।

নসরুল হামিদ বাড়িওয়ালা বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন স্বাস্থ্যকর্মীদের হয়রানি