Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: ১৫ হাজার রাশিয়ান সৈনিক কোয়ারেনটাইনে


২০ এপ্রিল ২০২০ ২৩:২৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১২:৩০

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকানোর তোয়াক্কা না করেই, রাশিয়ার সেনা মহড়ায় অংশ নেওয়া  ১৫ হাজার সৈনিককে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে । দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সৈনিকদের কেউ  কোভিড-১৯ এ আক্রান্ত কি না – তা উল্লেখ না করে বলা হয়েছে ওই সৈনিকেরা আগামী দুই সপ্তাহের জন্য নিজ নিজ ব্যারাকে কোয়ারেনটাইনে থাকবে।

বিজ্ঞাপন

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মে মাসের ৯ তারিখে অনুষ্ঠেয় বিজয় দিবসের সকল আয়োজন বাতিল ঘোষণা করেছেন। বিজয় দিবসে রেড স্কয়ারে বিশাল কুচকাওয়াজে ওই সেনা সদস্যদের অংশ নেওয়ার কথা ছিল।

করোনা: লাইভ আপডেট

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এপ্রিল মাসের শুরুর দিকে ওই সেনা সদস্যরা বিজয় দিবস উপলক্ষে এক মহড়ায় অংশ নিয়েছিল বলে স্বীকারোক্তি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর আইসোলেশনের নিজস্ব পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস ইউরোপে ব্যাপকভাবে ছড়ানো শুরু করার কয়েক সপ্তাহ পর্যন্ত রাশিয়ার প্রশাসনিক কর্তৃপক্ষ এ ভাইরাসের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেনি। পরে নানামুখী চাপে তারা করোনাভাইরাসের ব্যাপারে সরকারিভাবে তথ্য জানানো শুরু করে। সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত রাশিয়ায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১০১ জন, মৃত্যু হয়েছে ৪০৫ জনের। সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৩ হাজার ৪৪৬ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন –

‘রাশিয়ার প্রকৃত করোনাভাইরাস পরিস্থিতি আরও ভয়াবহ’

করোনাভাইরাস: রাশিয়ায় অনির্দিষ্টকালের জন্য পেছালো গণভোট

কোভিড-১৯ কোয়ারেনটাইন নভেল করোনাভাইরাস রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর