বেতন না পেয়ে আন্দোলনে সাকিব অ্যাগ্রো ফার্মের ২ শতাধিক শ্রমিক
২০ এপ্রিল ২০২০ ১৯:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ ২০:১৭
সাতক্ষীরা: করোনাকালে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন লাল-সবুজের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সচেনতামূলক ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু আইসিসি’র নিষেধাজ্ঞা পাওয়া এই তারকা ক্রিকেটারের নিজের যে ফার্ম, সেখানেই শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না!
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড়ে বিশাল পরিসরে গড়ে উঠেছে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড। সেই ফার্মের শ্রমিকরা গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে বাধ্য হয়েই সোমবার (২০ এপ্রিল) সকালে আন্দোলনে নেমেছেন ফার্মের দুই শতাধিক শ্রমিক। এ সময় বেতনের দাবিতে তারা বিক্ষোভ করতে থাকেন।
সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের শ্রমিক মহিদুল ইসলাম বলেন, ‘চার মাস ধরে আমাদের কোনো বেতন দেওয়া হয় না। তার ওপর এখন করোনা। কঠিন অবস্থায় দিন কাটাচ্ছি।’
একই অভিযোগ নারী শ্রমিক রহিমা বেগমের কণ্ঠেও, ‘অভাবের তাড়নায় সন্তান ও পরিবার ফেলে এসে প্রজেক্টে কাজ করেছি। ঠিকমতো বেতন না পাওয়ায় করোনা প্রাদুর্ভাবে খুবই কষ্টে আছি।’
এ পরিস্থিতিতে স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম শ্রমিকদের আশ্বস্ত করেছেন, ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিলের মধ্যে বেতন দিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফার্মের দ্বিতীয় কর্ণধার সগীর হোসেন পাভেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, ফোন বন্ধ করে ফার্মের ভেতরে নিজেকে লুকিয়ে রেখেছেন তিনি।
কর্মীদের বিক্ষোভ টপ নিউজ বেতন না পেয়ে বিক্ষোভ সাকিব আল হাসান সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম