কানাডায় বন্দুকধারীর হামলা, ১৬ জনের মৃত্যু
২০ এপ্রিল ২০২০ ০৯:৪৯
কানাডার নোভা স্কশিয়া প্রদেশে ১২ ঘন্টা ধরে চলমান বন্দুকধারীর হামলায় নারী পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে বিবিসি।
কানাডা পুলিশের সূত্রে জানা গেছে, ৫১ বছর বয়সী ওই বন্দুকধারী পুলিশের পোশাক ও গাড়ি ব্যবহার করে এই হামলা চালায়। নোভা স্কশিয়া প্রদেশের কয়েকটি জায়গায় ঘুরেঘুরে বন্দুকধারী ওই ব্যক্তি হামলা চালায়। পরে অবশ্য পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনাকে অবর্ণনীয় বলে উল্ললেখ করেছেন। এছাড়াও নোভা স্কশিয়া রাজ্যের প্রধান স্টিফেন ম্যাকনেইল এ ঘটনাকে জ্ঞানহীন কর্মকান্ড বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে, বন্দুক হামলার ব্যাপারে শনিবার (১৮ এপ্রিল) থেকেই তথ্য পাচ্ছিল কানাডার পুলিশ। পরে হামলা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫১ বছর বয়সী বন্দুকধারী গ্যাব্রিয়েল ওর্টম্যানকে গুলি করে হত্যা করে।
প্রসঙ্গত, এরকম বন্দুকধারীর গুলিতে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা কানাডার ইতিহাসে বিরল। সর্বশেষ ১৯৮৯ সালে কুইবেকের একটি কলেজে বন্দুকধারীর হামলায় ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।