Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত


১৯ এপ্রিল ২০২০ ২৩:৪৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক বৃদ্ধের (৬৫) শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি নারায়নগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে এসেছিলেন। এর মধ্য দিয়ে সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হলো। রোববার (১৯ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে বেলকুচির এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে। অন্য সবগুলো রিপোর্ট করোনা নেগেটিভ।’

বিজ্ঞাপন

এদিকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রহমতুল্লাহ জানান, ‘প্রায় ১০দিন আগে ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে এনায়েতপুরে নিজের বাড়িতে আসেন। কিন্তু তার শরীরে করোনার লক্ষণ থাকায় প্রতিবেশীদের চাপে বাড়ির লোকজন তাকে অন্য কোথায়ও যেতে বলে। পরে ওই বৃদ্ধ বেলকুচির গোপরেখী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।’

মো. রহমতুল্লাহ আরও জানান, অসুস্থ্ থাকায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম তাকে খুজে বের করে গোপরেখীর ওই বাড়িতেই কোয়ারেনটাইনে রাখে এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রোববার রামেক থেকে পাঠানো প্রতিবেদনে ওই বৃদ্ধের শরীরে করোনা পজিটিভি এসেছে।’

ইউএনও বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞাপন

করোনা রোগী শনাক্ত সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর