কোভিড-১৯: চট্টগ্রামে পুলিশ কনস্টেবলসহ আক্রান্ত ৪
১৯ এপ্রিল ২০২০ ২৩:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগের তিন জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামের একজনের নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্ত ৯ জনের মধ্যে চট্টগ্রাম জেলার এক পুলিশ সদস্যসহ চার জন, লক্ষ্মীপুরের চার জন এবং নোয়াখালীর একজন আছে।
রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে নমুনা পরীক্ষা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে জানান, গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুনভাবে ৯ জন এবং আগের একজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন নারী ও আটজন পুরুষ।
চট্টগ্রাম জেলায় আক্রান্তদের মধ্যে নগরীর দামপাড়া পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকের বাসিন্দা একজন কনস্টেবল আছেন। নগরীর উত্তর কাট্টলীর ঈশান মহাজনঘাটা এলাকার একজন নারী ও একজন পুরুষ আছেন। সাতকানিয়া উপজেলার একজন পুরনোসহ দু’জন আছেন, যাদের একজন নারী।
নগর পুলিশের উপকমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত আরও একজন কনস্টেবল আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চার জন কনস্টেবল আক্রান্ত হলেন। নতুন আক্রান্ত পুলিশ সদস্য ব্যারাকে আগের তিন জনের কাছাকাছি থাকতেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী সারাবাংলাকে জানান, উত্তর কাট্টলীতে আক্রান্ত দু’জন ভাইবোন। একজনের বয়স ২৫, আরেকজনের ২৮। এর আগে তাদের বাবা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভাইবোনকে বিআইটিআইডিতে পাঠানো হচ্ছে।
চট্টগ্রামের বিআইটিআইডিতে গত ২৬ মার্চ থেকে করোনার সংক্রমণ শনাক্ত শুরু হয়। এ পর্যন্ত এক হাজার ৪৫১ টি নমুনা পরীক্ষা হয়েছে।
পরীক্ষায় ৭০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৩৯ জন। মারা গেছেন পাঁচ জন।
এছাড়া লক্ষ্মীপুরে ২৬ জন, নোয়াখালীতে চার জন এবং ফেনীতে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।