Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভেন্টিলেটরে চিকিৎসা নেওয়া ৯ জনের ৮ জনই মারা গেছেন’


১৯ এপ্রিল ২০২০ ২২:৪২

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে কিছুদিনের অভিজ্ঞতায় ইনসেনটিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ফল ভালো পাওয়া যায়নি। যে ৯ জন রোগীকে ভেন্টিলেটরে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাদের মধ্যে আটজনই মারা গেছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন সরকারি ও বেসরকারি হাসপাতালে আইসিইউ বরাদ্দ রাখা হয়েছে। আইসিইউতে ভেন্টিলেশনের চেয়ে অক্সিজেন সিলিন্ডার বেশি কার্যকর। ইতোমধ্যে সাড়ে তিন হাজার অক্সিজেন সিলিন্ডার নতুন অর্ডার করা হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার সিলিন্ডার মজুদ আছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলেছেন, ৮০ শতাংশ রোগী বিনা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। ১৫ শতাংশ রোগী হাসপাতালে অবজারভেশনে থাকেন। আর ৫ শতাংশ রোগীর আইসিইউ ও ভেন্টিলেশন লাগে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আরও রোগী আছে। যারা ডায়াবেটিস, কিডনি ডায়ালসিস লাগে, হৃদরোগে আক্রান্ত, গর্ভবতী মায়েরা, ছোট্ট শিশু তাদেরও চিকিৎসা দিতে হয়। তাদের আমরা চিকিৎসাবঞ্চিত করতে পারবো না। আমাদের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে এসব রোগীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।’

এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ২ হাজার ৪৫৬ জনে দাঁড়িয়েছে। দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে।সারাবাংলা/এসবি/এমও

বিজ্ঞাপন

ইনসেনটিভ কেয়ার ইউনিট জাহিদ মালেক ভেন্টিলেটর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর