কেনিয়ায় তাবলিগ জামাতে গিয়ে করোনায় বাংলাদেশির মৃত্যু
১৯ এপ্রিল ২০২০ ১৮:০৮
ঢাকা: কেনিয়ার নাইরোবিতে তাবলিগ জামাতের সদস্য হিসেবে সফরে থাকা ৬৫ বছর বয়সী এক বাংলাদেশি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (১৮ এপ্রিল) মারা গেছেন। তার পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে ওই ব্যক্তিকে নাইরোবিতেই দাফন করার কথা রয়েছে।
রোববার (১৯ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক বার্তায় জানান, ‘কেনিয়ার নাইরোবিতে তাবলিগ জামাতের সদস্য হিসেবে সফরে থাকা ৬৫ বছর বয়সের একজন বাংলাদেশি নাগরিক গতকাল সেখানকার এক হাসপাতালে মারা গেছেন। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বার্তায় আরও জানান, ‘মার্চের শেষে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি সেখানেই করোনা আক্রান্ত হন এবং মারা যান।’
পরিবারের অনুমতি নিয়ে ওই ব্যক্তির মৃতদেহ রোববারই সেখানেই দাফন করা হবে বলে জানান শাহরিয়ার আলম।