Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকের পাওনা পরিশোধের দাবি


১৯ এপ্রিল ২০২০ ১৮:৫৫

ঢাকা: সাধারণ ছুটির সময় গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পে অবৈধভাব লে-অফ ঘোষণা, শ্রমিক ছাঁটাই করে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী মালিকদের শাস্তি ও কারখানা বন্ধ করলে সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকের পাওনা শোধ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এ দাবি জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, ‘দেশে সাধারণ ছুটির কারণে উৎপাদন ও রফতানি বন্ধ থাকায় সরকার রফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য মাত্র ২ শতাংশ সুদে ৫০০০ কোটি টাকা মালিকদের জন্য বরাদ্দ করেছে। তারপরও মালিকরা শ্রম আইনের ১২ ও ১৬ ধারার অপপ্রয়োগ ঘটিয়ে লে-অফ ঘোষণার মাধ্যমে শ্রমিকদের পূর্ণ বেতন থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।’

দুর্যোগকালীন সময়ে ছাঁটাই করে শ্রমিকদের নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া অসহায় শ্রমিকদের মৃত্যুঝুঁকির মধ্যে ফেলার শামিল উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, ‘মালিকরা এটা জেনেও সরকারের কাছ থেকে আরও সুবিধা নেওয়ার কৌশল হিসাবে এভাবে লক্ষ লক্ষ শ্রমিককে জিম্মি করছে। শ্রমিককে বাঁচানোর দায়িত্ব নেওয়ার পরিবর্তে দুর্যোগকে ব্যবহার করে সম্পদ আর মুনাফা বৃদ্ধির অনৈতিক প্রচেষ্টা করছে মালিকরা।’

যে সমস্ত কারখানার মালিক এই ধরণের অনৈতিক কাজ করে শ্রমিক অসন্তোষ সৃষ্টির ক্ষেত্র তৈরি করছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গত তিন মাসে কর্মরত ছিল এমন সব শ্রমিকের পরবর্তী তিন মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে বলেও দাবি জানান তারা।

কারখানা লে-অফ গার্মেন্টস বাজেয়াপ্ত লে-অফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর