আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক
১৯ এপ্রিল ২০২০ ০২:০৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০২:৪০
ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
শনিবার (১৮ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শোকবার্তায় গোলাম দস্তগীর গাজী প্রয়াত জাহানারা হকের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক শুক্রবার (১৭ এপ্রিল) রাত্রি পৌনে চারটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আইনমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জাহানারা হক বস্ত্র ও পাটমন্ত্রী শোক প্রকাশ