Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পত্রিকার হকারদের ঘরে ত্রাণ পাঠাল কেএসআরএম


১৮ এপ্রিল ২০২০ ২০:৪৬

চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় কর্মহীন হয়ে পড়া সংবাদপত্র হকারদের ৩৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (কেএসআরএম)।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান হকার সমিতির নেতাদের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

কেএসআরএম’র দেওয়া ত্রাণ সহায়তার মধ্যে আছে- চাল ৭ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ আধা কেজি এবং রসুন আধা কেজি। প্রাথমিকভাবে ৩৫০ হকার পরিবারের কাছে এই ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

এসময় উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, ‘করোনার প্রভাবে চট্টগ্রামে প্রায় ১ হাজার পত্রিকা হকার কর্মহীন হয়ে পড়েছেন। এর মধ্যে ৩৫০ পরিবার দুর্বিসহ জীবনযাপন করছেন। কেএসআরএম’র সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এসব পরিবারের ঘরে-ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।’

এসময় সিএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ছিলেন।

কেএসআরএম ত্রাণ বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর