Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলানিউজের মহিউদ্দিন মাহমুদ চলন্ত বাস থেকে পড়ে আহত


২ মার্চ ২০১৮ ১০:৪১ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪২

ঢাকা: চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সিনিয়র করেসপন্ডেন্ট, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের রিপোর্টার মহিউদ্দিন মাহমুদ। রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে।

মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি মাথায় ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। অন্তত তিনটি দাঁত ভেঙ্গে গেছে বলে হাসপাতালে চিকিৎসকদের বরাত দিয়ে মহিউদ্দিনের পাশে থাকা অন্য সংবাদকর্মীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তার ক্ষতে ১১টি সেলাই পড়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলেই চিকিৎসকের বরাতে সারাবাংলাকে জানিয়েছেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল।

মিরপুরের বাসা থেকে বাস যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিলেন মহিউদ্দিন মাহমুদ।

সারাবাংলা/এমএম

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর