Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন উপনির্বাচনে জয়ী ৩ সংসদ সদস্য


১৮ এপ্রিল ২০২০ ১৭:৩৪ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ২১:২৪

ঢাকা: একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে জয় পাওয়া তিন সংসদ সদস্য শপথ নিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

তারা হলেন- ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।

উপনির্বাচন শপথ সংসদ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর