Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৫ শতাংশ শ্রমিকের বেতন হয়েছে— দাবি বিজিএমইএ’র


১৮ এপ্রিল ২০২০ ১৬:৩৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৮:৪৭

ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমই’র সদস্যভুক্ত কারখানায় ৯৫ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক হোয়াটসঅ্যাপ বার্তায় সংগঠনটির পক্ষে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তাদের সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ৫৬টি কারখানায় মার্চ মাসের বেতন হয়েছে; যা মোট কারখানার ৯০ শতাংশ। এছাড়া বেতন দেওয়া বাকি রয়েছে ২১৮টি কারখনার।

বিজ্ঞাপন

সংগঠনটি আরও জানিয়েছে, বিজিএমইএর সদস্যভুক্ত কারখানায় কাজ করা ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে মার্চ মাসের বেতন হয়েছে ২৩ লাখ ৪১ হাজার জনের; যা মোট শ্রমিকের ৯৪ দশমিক ৬৮ শতাংশ। শিগগিরই বাকি শ্রমিকদের বেতনও পরিশোধ করা হবে।

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে কারখানার মালিকরা বেতন পরিশোধ করতে পারেননি। পরে ২০ এপ্রিলের মধ্যে বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন পেয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। মূলত মাসের ১০ তারিখের মধ্যেই বেশিরভাগ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করে থাকে।

৯৬ শতাংশ টপ নিউজ পোশাক শ্রমিকদের বেতন বিজিএমইএ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর