Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ছাড়ালো


১৮ এপ্রিল ২০২০ ১৫:২০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৬:৩৭

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ছবি

ঢাকা: গত ৪০ দিনের ব্যবধানে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৬ জন। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ ছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন মোট ৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৪ জন।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ৮জন। এ নিয়ে মোট ৬৬ জন করোনা রোগী সুস্থ হলেন।

শনিবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

এরইমধ্যে বাংলাদেশে করোনাভাইরাস কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে ছড়িয়েছে। বাংলাদেশের ৫৪ জেলায় করোনাভাইরাসের বিস্তার ঘটেছে।

করোনা রোগী করোনাভাইরাস কোভিড১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর