ফিলিপাইনে আইএসের সঙ্গে সংঘর্ষে ১১ সেনার মৃত্যু
১৮ এপ্রিল ২০২০ ১৪:৩৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৪:৪১
ফিলিপাইনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর স্থানীয় মিত্র আবু সায়াফের সশস্ত্র সদস্যের সঙ্গে সংঘর্ষে ১১ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। ফিলিপাইনের সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে শনিবার (১৮ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কিরিলিটো সোবেজানা আল জাজিরাকে জানিয়েছেন, সুলু প্রদেশের দানাগ গ্রামে পাহাড় ঘেরা গহীন অরন্যে আবু সায়াফের ৪০ সশস্ত্র সদস্যের সঙ্গে সেনাবাহিনীর কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে ফিলিপাইন সেনাবাহিনীর কয়েকটি সূত্র জানিয়েছে, আবু সায়াফ জঙ্গি গোষ্ঠী ফিলিপাইনের দক্ষিণআঞ্চলে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। চিহ্নিত জঙ্গি রাদুলান সাহিরন এবং হাতিব হাজান সাওয়াদজানের নেতৃত্বে এই গ্রুপটি পরিচালিত হয় বলে সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব এশিয়ার এই খ্রিস্টান প্রধান দেশটিতে এক দশক ধরে বিভিন্ন ইসলামি জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে। তাদের মধ্যে কয়েকটি গ্রুপ আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে একাত্ম হয়ে কাজ করে থাকে।