Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর অবস্থানে ডিএমপি, বিনা কারণে বের হলে আইনি ব্যবস্থা


১৮ এপ্রিল ২০২০ ১১:১১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৫:৩৯

ফাইল ছবি

ঢাকা: রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শনিবার (১৮ এপ্রিল) থেকে কঠোর ভূমিকা পালন করবে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন। প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯ টি ওয়ার্ডে (ঢাকা মহানগর উত্তরে ৬৪টি ও ঢাকা মহানগর দক্ষিণে ৭৫টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয় এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।

পুলিশের কঠোর হওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে আরও বেশি কঠোর হতে বলেছেন পুলিশকে। কমিশনার প্রত্যেকটি ক্রাইম বিভাগের প্রধানদের জানিয়ে দিয়েছেন। তাই শনিবার থেকে পুলিশ আরও বেশি কঠোর অবস্থানে থাকবে।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম কাজল শুক্রবার রাত সাড়ে ১২ টায় সারাবাংলাকে বলেন, ‘শনিবার থেকে পুলিশকে সামাজিক দূরত্ব নিশ্চিতে আরও বেশি কঠোর হতে বলা হয়েছে। কাজেই কোনো কথায় কাজ হবে না। যারা বের হবেন তারা ভেবেচিন্তে বের হবেন।’

বিজ্ঞাপন

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, ‘আমরা আরও কিছু পুলিশ সদস্য চেয়েছি। শনিবার থেকে আগের চেয়ে কঠোর থাকতে বলা হয়েছে। বিনা কারণে কেউ যেন ঘরের বাইরে বের না হন পুলিশ সেটি দেখবে।’

করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ ডিএমপি পুলিশ লকডাউন সামাজিক দূরত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর