Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫২ জেলায় ছড়ালো করোনা, দেখে নিন কোথায় আক্রান্ত কত


১৮ এপ্রিল ২০২০ ০৮:৫৮

ঢাকা: সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৬৬ জনসহ দেশে এ পর্যন্ত নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক হাজার ৮৩৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ঢাকার বাইরে আরও ৫১টি জেলায় ছড়িয়েছে করোনার সংক্রমণ। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্টান (আইইডিসিআর) থেকে দেওয়া তথ্যে এই চিত্র উঠে এসেছে।

১৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পাওয়া সংক্রমণ সংখ্যা অনুযায়ী এই তথ্য প্রকাশ করা হয়। আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকা শহরেই ৭৪০ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর বাইরে ঢাকার অন্য উপজেলাগুলোতেও আক্রান্ত আছেন আরও ২৮ জন। অর্থাৎ কেবল ঢাকা জেলাতেই আক্রান্তের সংখ্যা ৭৬৮ জন।

বিজ্ঞাপন

ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। কোভিড-১৯ এর হটস্পট ঘোষণা করা এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৮৯ জন। দেরিতে সংক্রমণ পাওয়া গেলেও এখন গাজীপুরে আক্রান্তের সংখ্যা এখন তৃতীয় সর্বোচ্চ ১১৭ জন। আর শুরুর দিকেই করোনাভাইরাস হানা দেওয়া মাদারীপুরে আক্রান্তের সংখ্যা ২৩ জন।

এছাড়াও ঢাকা বিভাগের নরসিংদীতে ৬৫ জন, মুন্সীগঞ্জে ২৭ জন, কিশোরগঞ্জে ৩৩ জন, গোপালগঞ্জে ১৭ জন, টাঙ্গাইলে নয়’জন,মানিকগঞ্জে পাঁচ জন, রাজবাড়ীতে সাত জন, শরীয়তপুরে ছয়জন ও ফরিদপুরে দুইজন কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ১৮ জন, জামালপুর জেলায় ১২ জন, নেত্রকোনায় ছয় জন ও শেরপুরে পাঁচ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৯২ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরে ১৮ জন, কুমিল্লা জেলায় ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জন, চাঁদপুরে আট জন, নোয়াখালী জেলায় দুইজন, ফেনী জেলায় একজন ও কক্সবাজারে একজনের মধ্যে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি।

বিজ্ঞাপন

সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেটে তিনজন, মৌলভীবাজারে দুইজন, হবিগঞ্জে একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া সুনামগঞ্জেও একজন এই ভাইরাসে আক্রান্ত আক্রান্ত হয়েছেন।

এদিকে রংপুর বিভাগের গাইবান্ধায় ১২ জন, দিনাজপুর জেলায় আটজন, নীলফামারীতে ছয় জন, ঠাকুরগাঁওয়ে তিন জন, রংপুর জেলায় চার জন, লালমনিরহাটে দুইজন, কুড়িগ্রামে দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১৭ জন, বরগুনা জেলায় পাঁচ জন, পিরোজপুর জেলায় চার জন, ঝালকাঠি জেলায় তিন জন, পটুয়াখালী জেলায় দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

খুলনা বিভাগের নড়াইল জেলায় দুইজন, খুলনা জেলায় একজন ও চুয়াডাঙ্গায় একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়াও বাগেরহাটে একজন ও যশোরে একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

রাজশাহী বিভাগে এখন পর্যন্ত আটজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী জেলায় চারজন, জয়পুরহাটে দুইজন, পাবনায় একজন ও বগুড়ায় একজন কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন।

স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে এক হাজার ৮৩৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৭৫। আক্রান্তদের মধ্যে আরও নয়জন সুস্থ হয়ে উঠেছেন, ফলে মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।

আইইডিসিআর কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর