Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের মৃত্যু


১৮ এপ্রিল ২০২০ ০৮:৪২

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা এবং অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী জাহানারা হক মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।

শনিবার (১৮ এপ্রিল) বাদ যোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তিনি ২৭ অক্টোবর ২০১৯ তারিখ থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন যাবৎ হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

অ্যাপোলো হাসপাতাল আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর