Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বেচা-কেনায় ডিলারসহ ৩ জনের জরিমানা


১৭ এপ্রিল ২০২০ ২২:০৩

রাজবাড়ী: রাজবাড়ীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজির চাল চুরি করে বিক্রির অপরাধে ছোরাপ শেখ নামে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে সরকারি চাল কেনার অপরাধে দুই ক্রেতাকেও ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, ‘ছোরাপ শেখ সিংগা নিজাতপুর বাজারের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজির চালের অনুমোদিত ডিলার। শুক্রবার তিনি খাদ্যবান্ধব কর্মসূচির এক বস্তা চাল (৩০ কেজি) প্রকৃত কার্ডধারীকে বাদ দিয়ে চুরি করে স্থানীয় ছলিম সরদার নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। ছলিম সরদার সেই চাল নিয়ে বেশি দামে বিক্রি করেন সিংগা নিজাতপুর বাজারের মুদি দোকানি শহিদ খানের কাছে।’

তিনি আর বলেন, ‘দুপুরে খবর পেয়ে সিংগা নিজাতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করার দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুযায়ী ডিলার ছোরাপ শেখকে ৩০ হাজার, ক্রেতা ছলিম সরদারকে ৩ হাজার ও দোকানি শহিদ খানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

ভ্রম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

চাল চুরি জরমিনা ডিলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর