করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন লিডসের কিংবদন্তী হান্টার
১৭ এপ্রিল ২০২০ ২০:৪৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ২০:৪৬
ইংল্যান্ড জাতীয় দলের রক্ষণভাগের সাবেক তারকা ফুটবলার নরম্যান হান্টার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড এক বার্তায় এ খবর জানিয়েছে।
এর আগে ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬ বছর বয়েসি হান্টার। এর এক সপ্তাহ পর শুক্রবার না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তী। শুক্রবার (১৭ এপ্রিল) লিডস ইউনাইটেড গভীর শোক জানিয়ে এক বার্তায় বলে, ক্লাবের প্রতি হান্টারের অবদান কখনই ভুলার নয়।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের কিংবদন্তী নরম্যান হান্টার ক্লাবটির হয়ে ১৫ বছরে ৭২৬ ম্যাচে মাঠে নেমেছেন। ক্লাবটির ইতিহাসে তিনটি প্রিমিয়ার লিগের দুটিই জিতেছেন তিনি। এছাড়া ১৯৬৬ সালের ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী স্কোয়াডেরও সদস্য ছিলেন হান্টার।
ফুটবল মাঠের রক্ষণভাগে হান্টার একজন সমীহ অর্জনকারী দুর্দান্ত ট্যাকেলার। ভয়-ডরহীন ট্যাকেলের জন্য তার নাম দেওয়া হয় ‘বাইটস ইয়র লেগ’।