Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুলো আর যানজটে অতিষ্ঠ কেরানীগঞ্জবাসী


২ মার্চ ২০১৮ ০৮:২০ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪২

আরিফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ভাঙা রাস্তায় খোঁড়াখুড়ি, ধুলো কাদা আর জ্যামে অতিষ্ঠ রাজধানীর কেরানীগঞ্জ ও আশেপাশের বাসীন্দারা। শুষ্ক মৌসুমে এ সমস্যা আরও প্রকট হয়েছে। ঘর থেকে বাইরে বের হলেই ধুলোর মুখোমুখি হতে হয় তাদের। শুষ্ক মৌসুমে ধুলোবালি, বর্ষা মৌসুমে কাদা, রাস্তা খোঁড়াখুড়ি কিংবা যানজট তাদের নিত্যসঙ্গী।

কদমতলী মোড়ের দোকানদার রাজীব জানান, প্রায় সাত মাসের অধিক সময় ধরে রাস্তার কাজ চলছে। কবে তা শেষ হবে জানি না। এ রোডে গাড়ি চলাচল করলে ধুলোবালিতে দেখার উপায় নেই। ধুলোর ঘণ কুয়াশায় পড়ে গাড়িগুলোকে ধীরে ধীরে চলতে হয়। অনেক সময় দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে রাখতে হয়।

তিনি আরও বলেন, বৃষ্টির দিনে কাদা আর অন্য সময় ধুলোবালি কদমতলীর মানুষের নিত্যসঙ্গী। বৃষ্টির দিনে রাস্তার খানাখন্দ আরও বেড়ে যায়। যানজটের কারণে রাস্তায় ভোগান্তি আরও বেড়ে যায় স্থানীয়দের।

কদমতলীর সিএনজি চালক মানিক সারাবাংলাকে বলেন, যেদিন থেকে রাস্তার কাজ শুরু হয়েছে সেদিন থেকে ধুলোবালি কাদা লেগেই আছে। মুখে মাস্ক ছাড়া গাড়ি চালানো যায় না।

কদমতলী এলাকার পথচারী শামিন জানান, কদমতলী ব্রিজের এপার থেকে ওপার যেতে সময় লাগতো ৭ থেকে ৮ মিনিট। রাস্তার খানাখন্দ আর ধুলোবালি কারণে প্রায় ৩০ মিনিট লেগে যায়।

বাবুবাজারের ভ্রাম্যমাণ দোকানদার উসমান বলেন, দীর্ঘ যানজটের কারণে যাতায়াতে অনেক সময় লেগে যায়। যানজট মানুষকে আটকা পড়ে থাকতে হয়। এ কারণে অনেক সময় ব্রিজ দিয়ে না গিয়ে নৌকায় নদী পার হতে হয়।

সারাবাংলা/ এআই/ এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর