কোভিড-১৯: চট্টগ্রামে আরও একজনের মৃত্যু
১৭ এপ্রিল ২০২০ ১৩:৫৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ১৪:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে আইসোলেশনে থাকা ওই রোগীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া সারাবাংলাকে বলেন, ‘গত রাতে (বৃহস্পতিবার) বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় ৬৫ বছর বয়সী এই বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সকালে তার মৃত্যু হয়েছে। তার বাসা নগরীর সরাইপাড়া এলাকায়। একই এলাকায় এর আগেও একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
মৃত বৃদ্ধ চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন কাউন্সিলরের বাসার নৈশপ্রহরী বলে জানিয়েছেন সিভিল সার্জন।
তিনি বলেন, ‘জ্বর, কাশি, শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।’
চট্টগ্রামের বিআইটিআইডিতে গত ২৬ মার্চ থেকে নমুনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত এক হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৩৩ জন চট্টগ্রামের। মৃতের সংখ্যা এক শিশুসহ পাঁচ জন।
এছাড়া লক্ষ্মীপুর জেলায় ১৯ জন, নোয়াখালীতে দুই জন এবং ফেনীতে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
করোনাভাইরাস কোভিড-১৯ কোভিড-১৯ রোগীর মৃত্যু টপ নিউজ বিআইটিআইডি মৃত্যু