Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বডি ল্যাংগুয়েজে মনে হয় না, তারা করোনাকে সিরিয়াসলি নিয়েছেন’


১৭ এপ্রিল ২০২০ ১২:৪৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ১৫:১৭

ঢাকা: সরকার এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণকে ‘সিরিয়াসলি’ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারি দলের দায়িত্বশীল মন্ত্রীরা যেভাবে কথা বলছেন, সেই ভাষা, ভঙ্গি, বডি ল্যাংগুয়েজে এখন পর্যন্ত মনে হয় না, এ বিষয়টাকে (করোনাভাইরাস) তারা সিরিয়াসলি নিয়েছেন। তারা এখনো দোষারোপের মধ্যেই রয়েছেন এবং বিএনপি কী করছে না করছে, সেটাই তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।’

‘এটার একটা উত্তর জাতির সামনে দেওয়াটা প্রয়োজন বলেই আমরা মনে করছি। আজকের বিফ্রিংয়ে এটার একটা অংশ থাকবে। আরেকটা বিষয় হলো, গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নতুন করে আবার প্যাকেজের যে এক্সটেনশন করলেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে বিশ্লেষণ, সেটা সম্পর্কে আমাদের বক্তব্য তুলে ধরব,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সংবাদ সম্মেলনের শুরুতেই গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ময়দানে কর্তব্যরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা ও আর্থিক প্রণোদনার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার (ডা. মঈন উদ্দিন) মৃত্যু একটি সত্যকে উদঘাটন করেছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর যে একজন চিকিৎসকের নিরাপত্তা আমরা দিতে পারিনি। এরই মধ্যে খবর এসছে আরও কয়েকজন চিকিৎসক, সেবিকা (নার্স) এবং টেকনিশিয়ান করোনা আক্রান্ত হয়ে গেছেন। অনেকে আইসোলেশনে আছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনাভাইরাস ভয়াবহ অদৃশ্য দানবের মতো পৃথিবীটাকে তছনছ করে দিয়েছে। গতকাল পর্যন্ত সংক্রমিত হয়েছে ২১ লাখ ২৯ হাজার, ৩৫৫ জন। মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৭০৭ জন। বাংলাদেশে সংক্রমিত হয়েছে ১৫৭২ জন, মারা গেছেন ৬০ জন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সারাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। অথচ এ বিষয়টি আমরা অনেক আগে থেকে বলে আসছি। চীনে করোনভাইরাস শনাক্তের সঙ্গে সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি, আমরা লিফলেট দিয়েছি, মাস্ক বিতরণ করেছি।’

‘কিন্তু দুর্ভাগ্য তথ্যমন্ত্রী এসব দেখতে পারেন না। আওয়ামী লীগের লোকজন বার বার বলে যাচ্ছেন, বিএনপি নাকি কোনো কাজ করছে না,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সারাদেশে প্রতিটি জেলায়, উপজেলায় আমাদের দল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠন কাজ করছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন বস্তি এলাকায় স্প্রে করছে, হাত ধোয়ার বেসিন স্থাপন করছে, ত্রাণ বিতরণ করছে। সিলেটে প্রায় ৭০ হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করছে। খুলনাতে পুরো মহানগরে, সবগুলো ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। কুমিল্লায় প্রতিটি ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। রাজশাহী-বরিশালেও তাই হচ্ছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমার ধারণা, কমপক্ষে পাঁচ লাখ পরিবারের কাছে আমাদের সাহায্য এরই মধ্যে পৌঁছে গেছে এবং এটি চলমান প্রক্রিয়া। যতদিন প্রয়োজন হয়, আমরা এটি চালিয়ে যাব। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা তো বিরোধী দল। ওয়ার্ড পর্যায় থেকে কোনো পর্যায়েই আমাদের নেতাকর্মীদের কাউকে ব্যবসা-বাণিজ্য সেভাবে করতে দেওয়া হয়নি। এর মধ্যেও আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। সুতরাং তারা (সরকার) এই কথাগুলো এই জন্যই বলেন যে তাদের ভয়ংকর ভুলগুলো, মারাত্মক ভুলগুলো থেকে জনগণের দৃষ্টি যেন অন্যদিকে সরে যায়।’

বিজ্ঞাপন

‘আমরা সর্বশক্তি নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি, জনগণের পাশে থাকব,’— বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনাভাইরাস মন্ত্রীদের বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর