চট্টগ্রামে কোভিড পরীক্ষা: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ লক্ষ্মীপুরে
১৬ এপ্রিল ২০২০ ২৩:২৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ২৩:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগের ৩ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জন নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী পাওয়া গেছে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলারই ১৭ জন। বাকি দু’জনের একজন ফেনী, আরেকজন চট্টগ্রাম জেলার অধিবাসী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনটি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
আরও পড়ুন- ৫ দিনেই আক্রান্ত হাজারের বেশি, মৃত্যু ৩০ জনের
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তির বয়স ৬৫ বছর। নগরীর সরাইপাড়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের বিআইটিআইডিতে গত ২৬ মার্চ থেকে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত এক হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৩৩ জন চট্টগ্রামের। মৃতের সংখ্যা চার জন।
করোনা: লাইভ আপডেট