Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যকর্মীদের হেনস্থা থেকে রক্ষায় সিএমপির হটলাইন চালু


১৬ এপ্রিল ২০২০ ১৯:৫৪

চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের সেবায় থাকা স্বাস্থ্যকর্মীদের হয়রানি থেকে রক্ষায় হটলাইন চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। হটলাইন নম্বর হচ্ছে- ০১৪০০-৪০০৪০০ এবং ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীদের যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। কোনো কোনো বাড়ির মালিক তাদের বাসা ছাড়ার চাপ দিচ্ছেন। আবার কেউ কেউ তাদের বাসা ভাড়া দিতে চাচ্ছেন না। সামাজিকভাবে নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছেন তারা। এজন্য কমিশনার স্যারের নির্দেশে আমরা দুটি হটলাইন চালু করেছি। কেউ হেনস্থার শিকার হলে এই হটলাইন নম্বরে ফোন করে জানালে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে করোনায় আক্রান্তদের নগরীর আন্দরিকল্লায় সরকারি জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সেবায় নিয়োজিত দুই স্বাস্থ্যকর্মীকে নগরীর দেওয়ানবাজারে ভাড়া বাসা ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এরপর সিএমপির পক্ষ থেকে এই পদক্ষেপের তথ্য এলো।

সহায়তা সিএমপির হটলাইন স্বাস্থ্যকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর