Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আইনি সহায়তায় লিগ্যাল এইডের হটলাইন চালু


১৬ এপ্রিল ২০২০ ১৯:২৯

ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে ঘরবন্দি মানুষকে আইনি সহায়তা দিতে ২৪ ঘণ্টা হটলাইন চালু করেছে জাতীয় আইনগত সহায়তা কেন্দ্র (লিগ্যাল এইড)। ২৪ ঘণ্টা ১৬৪৩০ নম্বরে কল করে নেওয়া যাবে আইনি পরামর্শ ও সহায়তা।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল সহায়-সম্বলহীন এবং নানা আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দেওয়ারর উদ্দেশ্যে আইনগত সহায়তা প্রদান আইন- ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে।

এই সংস্থার তত্ত্বাবধানে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সারাদেশে পরিচালিত হয়ে আসছে।

বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে যেকোন আইনগত প্রয়োজনে আইনগত পরামর্শ বা তথ্য প্রাপ্তির উদ্দেশে সরকারি আইনগত সহায়তা জাতীয় হেল্পলাইন কল সেন্টার টোল ফ্রি ১৬৪৩০ নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে। এই নাম্বারে ফোন করে আইনি সহায়তা নেওয়া যাবে।

আইনি সহায়তা লিগ্যাল এইড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর