Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণের টিন চুরি!


১৬ এপ্রিল ২০২০ ১৯:১১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১৯:১২

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ত্রাণের টিন পাওয়ার পর তা চুরি করে বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার সাফা গ্রামের রুবেল মল্লিক (৩০) এর নির্মাণাধীন ঘরের সামনে থেকে ও তার বাবা ফারুক মল্লিকের ঘরের পেছন থেকে ১ বান (৮ পিস) ত্রাণের ডেউটিন জব্দ করেন সহকারী কমিশনার পিরোজপুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে রুবেল একই গ্রামের হাসেম হাওলাদারের ছেলে ভ্যান চালক কবিরের কাছ থেকে টিন ক্রয়ের কথা স্বীকার করেন। কবিরকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে সেও টিন বিক্রির কথা স্বীকার করে। ত্রাণের টিন কেনার অপরাধে রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কবিরকে ৫ হাজার অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক জানান, উদ্ধারকৃত টিনগুলো উপজেলা পরিষদ থেকে গত ৩ মার্চ ত্রাণ হিসেবে কবিরকে দেওয়া হয়েছিল। প্রতিটি টিনে ‘ত্রাণের জন্য, বিক্রয়ের জন্য নহে’ লেখা রয়েছে।

টপ নিউজ টিন চুরি ত্রাণ ভ্রাম্যমাণ আদালত সরকারি টিন

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর