Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে নতুন করোনা আক্রান্ত ৩৪১, আরও ১০ জনের মৃত্যু


১৬ এপ্রিল ২০২০ ১৪:৪৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১৬:০৯

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরও ৩৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের সহকারী মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯টি। এর মধ্যে ৩৪১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে।’

তিনি জানান, মৃত্যুবরণকারী একজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে, পাঁচজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন তিনজন, এছাড়া একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

করোনা আক্রান্ত নতুন মৃত্যু ১০