Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মহামারির মধ্যেও দুঃশাসন জারি রয়েছে: রিজভী


১৬ এপ্রিল ২০২০ ১৩:০৫

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যেও সরকার দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে দুস্থ ও কর্মহীন গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

বনানী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ বনানী থানা ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ তো দূরে থাক, বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যেখানেই গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছে সেখানেই পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ত্রাণ বিতরণের সময় রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করেছে পুলিশ। আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেই দুঃশাসন জারি রেখেছে। এটাই কি জনগণের পাশে দাঁড়ানো? তবে বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াবে।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতার বাড়িতে ত্রাণের আত্মসাতের চাল ধরা পড়ছে প্রতিনিয়ত। কই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে গোটা দেশে বিপর্যয়ের মুখেও আওয়ামী লীগের লুটপাট চলছে। এসব কী সরকারের সমন্বিত উদ্যোগের নমুনা! এটা কী জাতীয় ঐক্যের লক্ষণ? একদিকে বিরোধী দলের ওপর হামলা মামলা অব্যাহত রেখেছে অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করছে সরকার।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনাযুদ্ধে অবতীর্ণ ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিতে পারছে না। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। ভালো হোটেলে থাকার ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছিলাম, সেটিও করছে না সরকার। অনেক বাড়িওয়ালা ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কত কষ্টের মাঝেও তারা চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেবা করতে গিয়ে ডা. মঈন উদ্দিন জীবন উৎসর্গ করেছেন।’

করোনা টপ নিউজ ত্রাণ রিজভী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর