Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়: প্রধানমন্ত্রী


১৬ এপ্রিল ২০২০ ১২:২৬

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। মায়ের একটু সর্দি কাশি জ্বর হল দেখে ছেলে-ছেলের বউ বা ছেলে-মেয়ে বা স্বামী মিলে তাকে জঙ্গলে ফেলে আসবে, এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এই ধরনের ঘটনা ঘটবে। দয়া করে সেটা আপনারা করবেন না?

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ঢাকা বিভাগের কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস মোকাবিলায় সমন্বয় তদারিক হিসেবে তিনি এ সব কথা বলেন। তিনি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসকদের কার্যালয়ে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি যে মায়ের একটু সর্দি কাশি জ্বর হল দেখে ছেলে-ছেলের বউ বা ছেলে-মেয়ে মিলে এমনকি তার স্বামী মিলে তাকে জঙ্গলে ফেলে আসে; এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এ ধরনের ঘটনা ঘটবে। এরকম আরও বহু কাহিনি আমরা শুনি। কিন্তু আমি বলব, এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারও যদি সন্দেহ হয় তার চিকিৎসার ব্যবস্থা করেন। তার পরীক্ষা করান, নিজেরাও সুরক্ষিত হোন বা এই প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করণীয় আমাদের স্বাস্থ্য অধিদফতর থেকে বা আইইডিসিআর থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলুন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটা মানুষকে বের করে দেবেন বা একজন ডাক্তার সে যদি এই এরকম অসুস্থ হল, তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে? এই ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের তো এই রকম অমানবিক হওয়ার কথা না। কাজেই এইবিষয়গুলো সবার দৃষ্টিতে আমি আনতে চাই। হায়াৎ-ময়ুত আল্লাহর হাতে। যে কোনো মানুষ যে কোনো দিন মরতে পারেন। আজকে আমি কথা বলছি এখানে বসেও মরতে পারি বা যে কেউ মরতে পারে।’

বিজ্ঞাপন

‘এটা কেউ বলতে পারে না, আমি বেঁচেই থাকবো, কেউ বলতে পারে না। এটা একমাত্র আল্লাহ বলতে পারে। এই যেভাইরাসটা দেখা দিল? এভাবে যে একটা ভাইরাস এসে সারাবিশ্বকে ঘরবন্দি করে ফেলবে, এটি কি কেউ ভেবেছে? সারাবিশ্বে তো অনেক শক্তিশালী দেশ; তাদের শক্তির দাপটে পৃথিবী অস্থির।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আবার শক্তিশালী এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই যুদ্ধ বা সংগ্রাম আমরা দেখেছি। অস্ত্রের মহড়া দেখেছি, সেই অস্ত্র সেই অর্থ সেই সম্পদ কোনো কাজে লাগেনি, কোনো কাজে লাগবে না। সেটিই প্রমাণ করে দিল এই করোনা ভাইরাস। কাজেই আমি এইটুকু বলব, সবাইকে সুরক্ষিত থাকতে হবে, সাবধানে থাকতে হবে। কিন্তু তার মানে এই না যে, অমানবিক আচরণ করতে হবে? দয়া করে সেটা আপনারা করবেন না? আর সেই সাথে আমি বলব, আপনারা সবাই সুস্থ থাকেন সেটিই আমরা চাই। আমাদের এখানে কিন্তু সুরক্ষার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি।’

টপ নিউজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর