Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক দূরত্ব না মেনে ত্রাণ বিতরণ চসিকের, সংক্রমণের শঙ্কা


১৫ এপ্রিল ২০২০ ২৩:৪৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০০:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সামাজিক দূরত্ব না মেনে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ত্রাণ বিতরণের অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের বিরুদ্ধে। এতে পরিচ্ছন্ন কর্মীদের বসবাসের কলোনিগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনের সামনে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ত্রাণ বিতরণ করে চসিক।

ত্রাণ বিতরণের ছবিতে দেখা গেছে, কয়েকশ নারী-পুরুষ কোনো ধরনের সামাজিক দূরত্ব না মেনে ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছেন। কয়েকজনের মুখে মাস্ক দেখা গেছে। হাতেগোনা কয়েকজন হাতে গ্লাভসও পরেছেন। তবে অধিকাংশেরই ছিল না কোনো সুরক্ষা উপকরণ।

চসিকের তিন হাজার ৭০০ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ১৭০০ স্থায়ী কর্মী। এর মধ্যে বুধবার ৯৫৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানতে চাইলে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী যীশু সারাবাংলাকে বলেন, ‘যতটাসম্ভব সামাজিক দূরত্ব মানার চেষ্টা করেছি। তারা নিজেরাই গাদাগাদি করে দাঁড়িয়েছে। আমরা বলেছিলাম দূরত্ব রাখতে। আর ৩০০ জনের মতো বাকি আছে। তাদের কাল (বৃহস্পতিবার) ত্রাণ দেওয়া হবে।’

চসিক ত্রাণ বিতরণ পরিচ্ছন্নতাকর্মী সংক্রমণের শঙ্কা সামাজিক দূরত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর