Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেডিট কার্ডের বিলের ওপর মে পর্যন্ত সুদ নেওয়া যাবে না


১৫ এপ্রিল ২০২০ ২৩:১১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ২৩:১৫

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর সুদ না নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত সময়ে ক্রেডিট কার্ডের বিলে কোনো ধরনের অতিরিক্ত সুদ নেওয়া যাবে না।

বুধবার (১৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে ৪৫ দিন পর্যন্ত বিনা সুদে বিল পরিশোধের সুযোগ থাকে। তবে ৪৫ দিন পেরিয়ে গেলে বিলের ওপর কেনাকাটার প্রথম দিন থেকেই উচ্চ হারে সুদ আরোপ করে থাকে ব্যাংকগুলো। এই সুদহার চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকে। ব্যাংকভেদে এই সুদহার ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। করোনা সংকটে এই সুদ না নিতেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক অপিরেশাধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। এতে করে গ্রাহকদের অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ড বিলের ওপর দৈনিক বা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা যাবে না।

গত ১৫ মার্চের পর যদি কোনো ব্যাংক সুদ আরোপ করে এবং তা আদায় করা হয়ে থাকে, তাহলে তা ফেরত দিতে বা সমন্বয় করতেও প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংকটের মধ্যে কোনো গ্রাহক নির্ধারিত সময়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে না পারলে তার কাছ থেকে জরিমানা নেওয়া যাবে না। কোনো ব্যাংক ১৫ মার্চের পর থেকে কোনো গ্রাহকের কাছ থেকে জরিমানা আদায় করে থাকলে তা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ক্রেডিট কার্ড টপ নিউজ বাংলাদেশ ব্যাংক সুদ না নেওয়ার নির্দেশ সুদহার

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর