Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক দূরত্বে চালু হলো ঐতিহ্যবাহী মাহিলাড়া হাট


১৫ এপ্রিল ২০২০ ২১:০৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ২১:২৪

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কলেজ মাঠে গড়ে উঠেছে সামাজিক দূরত্বের হাট। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বন্ধ থাকা গ্রামীণ সাপ্তাহিক হাটকে চলমান রাখতে এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এই হাট চালু করা হয়।

মাহিলাড়া হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, করোনাভাইরাসের কারণে গৌরনদী উপজেলার বৃহত্তম মাহিলাড়া হাট এতদিন বন্ধ ছিল। কিন্তু গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে মাহিলাড়া হাটকে সড়কের ওপর থেকে স্থানান্তর করে মাহিলাড়া কলেজ মাঠে নেওয়া হয়েছে। সেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা হয়েছে।

বিজ্ঞাপন

সৈকত গুহ পিকলু আরও জানান, বুধবার সকাল থেকে মাহিলাড়া ইউনিয়নে সামাজিক দূরত্বের এ হাট চালু করা হয়। এখানে আগের মতো প্রতি সপ্তাহের বুধ ও শনিবার হাট বসবে। একই সময়ে কোনো দোকানে যেন একজনের বেশি ক্রেতা ভিড় করতে না পারে, সে বিষয়টি পুলিশ দেখভাল করবে।

কলেজ মাঠে হাট মাহিলাড়া হাট সামাজিক দূরত্ব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর